সমস্ত নবী-রাসূলগণ নিষ্পাপ
সমস্ত নবী-রাসূলগণ নিষ্পাপ। তারা এমন কোনো ভুল করেননি,যে ভুলের কারণে বিন্দু পরিমাণ গুনাহ আছে।তাঁদের শানে কুরআন-হাদিসে যেসব স্থানে ভুলের কথা আছে,সেগুলো দ্বারা উদ্দেশ্য হলো-ভুলে যাওয়া(نسيان),যা মানুষের স্বভাবজাত বিষয়,কারো ইচ্ছাধীন নয়।যেমন কেউ ভুলে ৪ রাকাতবিশিষ্ট নামাজ তিন রাকাত পড়ল,রোজা রাখা অবস্থায় ভুলে পানি পান করে ফেলল ইত্যাদি।এতে বিন্দু পরিমাণ গুনাহ হবে না।এমন ভুল নবী-রাসুলগণেরও দু'এক সময় হয়েছে বিভিন্ন হেকমতের কারণে।সুতরাং আমরা এ কথা বলবো না যে,নবী-রাসুলগণ ভুল করেছেন।একান্ত প্রয়োজনে এই কথা বলতে পারি-দু'এক সময় নবী-রাসুলগণকে আল্লাহ তায়ালার পক্ষ থেকেই ভুলিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন হেকমতের কারণে।তবে এই স্বভাবজাত ভুলের উপরও নবী-রাসুলগণ স্থির ছিলেন না,বরং সঠিক বিষয়ের উপরই আমল অব্যাহত রেখেছেন।আল্লাহ তায়ালা আমাদেরকে স্পর্শকাতর বিষয়টি ভালোভাবে বুঝার তাওফীক দান করুন।আমীন।
মাশাআল্লাহ। সামনে এমন লেখা আরো চাই।
ইনশাআল্লাহ। দোয়া চাই।