কুরবানী ও তাকবীরে তাশরিকের সময়


কুরবানীর সময়:

জিলহজের ১০,১১,১২ তারিখ।

তাকবীরে তাশরিকের সময়:

আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা, একত্ববাদের স্বীকৃতি ও তাঁর প্রশংসা হলো তাকবিরে তাশরিক। প্রত্যেক বছর জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত এ পাঁচ দিন তাকবির পড়া ওয়াজিব। তাকবিরে তাশরিকের মর্যাদা অনেক বেশি।তাকবিরে তাশরিক বালেগ পুরুষ-মহিলা, মুকিম-মুসাফির, গ্রামবাসী-শহরবাসী, জামাআতে বা একাকি;প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেকের উপর একবার করে তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব।

তাকবিরে তাশরিক হলো: 

الله أكبر اللّٰه أكبر ، لا إله إلا اللّٰه و الله أكبر اللّٰه أكبر ولله الحمد

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url