প্রশ্ন: বিয়ের হুকুম কি?
উত্তর:
বিয়ের হুকুম ব্যক্তিবিশেষ বিভিন্ন রকম হয়ে থাকে।যেমন,
১.সুন্নত:এর জন্য মৌলিক দুটি শর্ত।
- প্রথমত,স্ত্রীর ওয়াজিব হক আদায়ে সক্ষম হওয়া।
- দ্বিতীয়ত,বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকা।
২.ফরজ:দুটি শর্তের ভিত্তিতে বিয়ে ফরজ হয়।
- প্রথমত,স্ত্রীর ওয়াজিব হক আদায়ে সক্ষম হওয়া।
- দ্বিতীয়ত,বিয়ে না করলে নিশ্চিত গুনাহে লিপ্ত হওয়ার আশংকা থাকা।
৩.ওয়াজিব:দুটি শর্তের ভিত্তিতে বিয়ে ওয়াজিব হয়।
- এক,স্ত্রীর ওয়াজিব হক আদায়ে সক্ষম হওয়া।
- দুই,বিয়ে না করলে নিশ্চিত নয়,বরং গুনাহের প্রবল আশংকা থাকা।
৪.হারাম:একটি শর্তের ভিত্তিতে বিয়ে হারাম হয়।শর্তটি হলো-বিয়ে করলে, স্ত্রী কিংবা স্বামী জুলুমের শিকার হওয়াটা নিশ্চিত হলে।
৫.মাকরূহে তাহরীমী:বিয়ে করলে,স্ত্রী কিংবা স্বামী জুলুমের শিকার হওয়ার প্রবল ধারণা হলে।
মাশা আল্লাহ 💞💞
খুবই জরুরী মাসআলা,জেনে উপকৃত হলাম।
আল্লাহ তায়ালা এই খেদমত কে আরো প্রশস্ত করে দেক।
আমীন
وجزاك اللّٰه تعالىٰ في الدارين