ইউটিউব,ফেসবুক ও গুগল থেকে আয় করার বিধান
ইউটিউব,ফেসবুক ও গুগল থেকে আয় করার বিধান:
নিজের বানানো ভিডিও ও গুগলে আপলোডকৃত লেখালেখির সঙ্গে বিভিন্ন কোম্পানির এড বা বিজ্ঞাপন যুক্ত করার বিনিময়ে অনলাইন থেকে অর্থ উপার্জনের বিষয়টি নিরাপদ নয়।
কারণ অনলাইন কর্তৃপক্ষ কখন কোন ধরনের এবং কোন কোম্পানির বিজ্ঞাপন দিবে তাতে ভিডিওদাতার নিয়ন্ত্রণ থাকে না, বরং এসব কিছু অনলাইন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। সে তার ইচ্ছা মত যে কোনো বিজ্ঞাপন দিতে পারে।
অথচ বাছ-বিচার ছাড়া যে কোনো বিজ্ঞাপন যুক্ত করেই অর্থ-উপার্জন বৈধ নয়। বরং অর্থ-উপার্জন বৈধ হওয়ার বিষয়টি কিছু শর্তাবলীর ওপর নির্ভর করে।
- যে বিষয়ের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেটি বৈধ হওয়া।
- বিজ্ঞাপনের চিত্র শরীয়ত পরিপন্থী না হওয়া।
- বিজ্ঞাপন ও এর ভাষা এবং উপস্থাপনের মধ্যে কোনো ধরনের ধোঁকা বা প্রতারণার আশ্রয় না নেয়া ইত্যাদি।
আর সাধারণত যেহেতু এসব শর্তাবলী রক্ষা করা ভিডিওদাতার পক্ষে সম্ভব হয় না, তাই এ ধরনের উপার্জন থেকে বিরত থাকা উচিত।
সূত্র: কিতাবুল আছল ৪/২০; বাদায়েউস সানায়ে ৪৪৬; ফিকহুন নাওয়াযিল ৩/২৮৪
মাশাআল্লাহ
وجزاك اللّٰه تعالىٰ في الدارين