প্রশ্ন- তারাবীহের নামাজ কত রাকাত?


উত্তর:

তারাবীর বিষয়ে চূড়ান্ত কথা হলো- তারাবীহের নামাজ বিশ রাকাত।কোনো বিষয়ে মতানৈক্য দেখাদিলে,যে মতের পক্ষে সাহাবায়ে কেরামের সর্বসম্মত আমল পাওয়া যাবে,সে মতটাই আহলে সুন্নত ওয়াল জামাআতের নিকট আমলযোগ্য হবে।তারাবীর সংখ্যা নিয়ে সাহাবায়ে কেরামের যুগে কিছু বর্ণনা অনুযায়ী প্রাথমিক অবস্থায় ইখতেলাফ থাকলেও পরবর্তীতে সবাই বিশ রাকাতের উপর একমত হয়ে আমল করেছেন।এই আমলের ধারাবাহিকতা প্রচলিত আহলে হাদিস জন্মের আগ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত ছিল।তাই আমরা বিশ রাকাতের উপরই আমল করবো ইনশাআল্লাহ,আহলে ফিতনা ও আহলে নুকসানের কথা শুনবো না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url