বিদেশীরা সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে কোন দেশের মূল্য ধর্তব্য হবে?
বিদেশীরা সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে যে দেশের মূল্য ধর্তব্য হবে:
বিদেশীরা নিজের ও নাবালেগ সন্তানদের সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে বিদেশের মূল্য ধর্তব্য হবে।আর স্বেচ্ছায় অন্যদের(স্ত্রী,বালেগ সন্তানদের) সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে তারা যে দেশে থাকবে ঐ দেশের মূল্য ধর্তব্য হবে।
আর বিদেশের মূল্য ধরলে সদকাতুল ফিতর বাংলাদেশের তুলনায় অনেক বেশি হবে,এটাই স্বাভাবিক।আল্লাহ তায়ালা যেন আমাদেরকে বিষয়টা বুঝার এবং আমল করার তাওফীক দান করেন।আমীন।
ফতোয়া শামী : ৩/৩০৭