আকীকার গোশত কারা কারা খেতে পারবে?
প্রশ্ন:
আকীকার গোশত কারা কারা খেতে পারবে?
উত্তর:
بسم اللّٰه الرحمن الرحيم
আকীকার গোশতের হুকুম কুরবানীর মত।পিতা-মাতা ও অন্যান্য আত্মীয়স্বজন ধনী-গরীব নির্বিশেষে সকলেই খেতে পারবে।
হযরত আয়েশা রা. বলেন, (আকীকার গোশত) নিজে খাবে, অন্যদের খাওয়াবে এবং সদকা করবে।
মুসতাদরাকে হাকেম ৫/৩৩৮; আলমুগনী ১৩/৩৯৩, ৩৯৭, ৪০০; মুসান্নাফ ইবনে আবী শাইবা ১২/৩২৭, হাদীস : ২৪৭৪৩, ২৪৭৩৭; মুসান্নাফ আবদুর রাযযাক ৪/৩২৯, ৩৩০, ৩৩১; তুহফাতুল মাওদূদ বি আহকামিল মাওলূদ ৭৮; ইলাউস সুনান ১৭/১১৬
والله أعلم بالصواب