সমাজে প্রচলিত হিল্লে বিয়ের বিধান জানতে চাই?



প্রশ্ন:

সমাজে প্রচলিত হিল্লে বিয়ের বিধান জানতে চাই?

প্রশ্নকারী,

মুহা.তাওহীদ


উত্তর:

بسم اللّٰه الرحمن الرحيم 

হিল্লে বিয়ে করা সম্পূর্ণ হারাম।কেননা,

আমাদের প্রিয়নবী রাসূল صلى اللّٰه عليه وسلم বলেন,

لعن اللّٰه على المحلل و المحلل له

অর্থ- হিল্লে বিয়েকারী এবং হিল্লে বিয়ের চুক্তিকারীর উপর আল্লাহ তায়ালার লানত তথা অভিসম্পাত।

(আবূ দাউদ-২০৭৬,তিরমিজি-১১২০)


হিল্লা এমন একটি লজ্জাজনক কাজ, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তারপরও হাদিস শরীফে বিশ্বনবী (صلى اللّٰه عليه وسلم) বিশ্ববাসীকে সামান্য উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। উকবা ইবনে আমের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ (صلى اللّٰه عليه وسلم) বলেছেন, 'আমি কি তোমাদের ভাড়া করা পাঠা সম্পর্কে বলব? সাহাবায়ে কেরাম (রা.) বললেন, অবশ্যই হে আল্লাহর রাসুল (صلى اللّٰه عليه وسلم)! তিনি বললেন, হিল্লাকারী। অতঃপর রাসূলুল্লাহ (صلى اللّٰه عليه وسلم) বললেন, আল্লাহ হিল্লাকারী ও যার জন্য হিল্লা করা হয়, উভয়কে অভিসম্পাত করেছেন।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং-১৯৩৬)

والله أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url