অণ্ডকোষ খাওয়ার বিধান কি?

উত্তর:

بسم اللّٰه الرحمن الرحيم 

অণ্ডকোষ খাওয়ার বিধান:

হালাল পশুর সাতটি জিনিস খাওয়া নিষেধ। যথা, ১. প্রবাহিত রক্ত ২. অণ্ডকোষ ৩. চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি ৪. মূত্রথলি ৫. পিত্ত ৬ ও ৭. নর ও মাদার গুপ্তাঙ্গ।

দলীলসমূহ:

 ১.এ সংক্রান্ত আমলযোগ্য হাদীসটি হলো:

كَرِهَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ مِنَ الشّاةِ سَبْعًا: الْمَرَارَةَ، وَالْمَثَانَةَ، وَالْغُدّةَ، وَالحَيَا، وَالذّكَرَ، وَالْأُنْثَيَيْنِ، وَالدّمَ.

অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর সাতটি জিনিস অপছন্দ করেছেন: পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নর ও মাদার গুপ্তাঙ্গ, অণ্ডকোষ, (প্রবাহিত) রক্ত। (কিতাবুল আছার মুহাম্মাদ রাহ., হাদীস ৮০৮)

মুসান্নাফে আবদুর রাজ্জাক, বর্ণনা ৮৭৭১; বাদায়েউস সানায়ে ৪/১৯০; তাবয়ীনুল হাকায়েক ৭/৪৬৩; রদ্দুল মুহতার ৬/৭৪৯; ইলাউস সুনান ১৭/১২৯

২.এ মাসআলায় হানাফীদের আরেকটি দলিল হলো কুরআনের একটি আয়াত। সেটা হলো :

 وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ 

আল্লাহ তাআলা মানুষের ওপর ঘৃণ্য বস্তসমূহ হারাম করে দিয়েছেন। (সুরা আরাফ : ১৫৭)

পশুর অণ্ডকোষসহ বাকী ছয়টি নিঃসন্দেহে ঘৃণ্য বস্তুসমূহের  অন্তর্ভুক্ত। আর এই মূলনীতির আলোকে হানাফিরা বহু ঘৃণ্য প্রাণী খায় না।

والله أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url