ভাই-বোনের নাতি-নাতনীদের সাথে দেখা করার বিধান কি?
প্রশ্ন:
ভাই-বোনের নাতি-নাতনীদের সাথে দেখা করার বিধান কি?
প্রশ্নকারী,
মাওলানা ওবায়েদ (কাকা)
উত্তর:
بسم اللّٰه الرحمن الرحيم
ভাই-বোনের নাতি-নাতনীদের সাথে দেখা করা জায়েজ এবং বিয়ে করা সর্বাবস্থায় হারাম।
মূলনীতি:
নসব তথা রক্তসম্পর্কের কারণে চার শ্রেণি মুহাররামাতের অন্তর্ভুক্ত হবে।এদেরকে সর্বাবস্থায় বিয়ে করা হারাম এবং দেখা দেওয়া জায়েজ।
১)الأصول তথা নিজের বাবা-মা,দাদা-দাদী,নানা-নানী এভাবে উপরের দিকে
২)الفروع তথা নিজের ছেলে-মেয়ে,নাতী-নাতনী এভাবে নিচের দিকে
৩)جزء الأصل القريب তথা বাবা-মায়ের সন্তান,নাতি-নাতনী এভাবে নিচের দিকে(ভাই-বোন ও তাদের সন্তান ও নাতীরা)
৪)الجزء الأول للأصل البعيد তথা দাদা-দাদী বা নানা-নানীর শুধু সন্তানেরা (চাচা,জেঠা,ফুফু,খালা,মামা)
والله أعلم بالصواب