হাফ-হাতা গেঞ্জি বা শার্ট পরে নামায পড়ার বিধান কী?

প্রশ্ন:

মুহতারাম, আমার জানার বিষয় হল- হাফ-হাতা গেঞ্জি বা শার্ট পরে নামায পড়ার বিধান কী?দলিলসহ উত্তরটি জানালে উপকৃত হবো।

উত্তর:

بسم الله الرحمن الرحيم 

যে পোশাক পরিধানের পর সতরের আকৃতি পোশাকের উপরে ফুটে উঠে না,তা পরিধান করে আদায়কৃত নামাজ সহীহ হয়ে যাবে । তবে নামাজে কেবল সতর আবৃত করতেই নির্দেশ দেওয়া হয়নি, বরং সাজসজ্জার পোশাকও পরিধান করতে বলা হয়েছে। যেমন, আল্লাহ তাআলা বলেন,

يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ

‘হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও।'(সূরা আ’রাফ ৩১)

সুতরাং এমন পোশাক পরেও নামাজ পড়া মাকরূহ, যা পরিধান করে বন্ধু মহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়।

আর এ কারণেই ফকিহগণ বলেন, হাফ হাতা গেঞ্জি, টি-শার্ট, হাফ শার্ট বা জামার হাতা উল্টিয়ে ওই জামা পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে এটা মাকরূহে তানযীহি তথা অপছন্দনীয় কাজ।

তাছাড়া নামাজে বান্দা তার স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহর সামনে উপস্থিত হয়। তাই আল্লাহর সামনে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করা জরুরি। আর উক্ত পোশাকগুলো নামাজের আদব পরিপন্থী পোশাক।

তবে উক্ত পোশাক পরিধানে অভ্যস্ত ব্যক্তি এমন পোশাকে নামাজ পড়লে মাকরূহ হবে না।যদিও উত্তম হলো-কমপক্ষে নামাজের জন্য সুন্নতী পোশাকের ব্যবস্থা রাখা। (ফাতাওয়ায়ে আলমগিরি:১/১০৬ , কিতাবুল ফাতাওয়া:২/২১৭)

والله أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url