কখন কি দোয়া পড়া সুন্নত

কখন কি দোয়া পড়া সুন্নত:

হাদিসে নববীর আলোকে কিছু ইসলামী সংস্কৃতি তুলে ধরা হলো-

১. যেকোনো বৈধ কাজ শুরু করার পূর্বে بسم اللّٰه  (বিসমিল্লাহ) বলা তথা আল্লাহ তায়ালাকে স্মরণ করে কোনো কাজ আরম্ভ করা।তবে নাজায়েজ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হারাম বরং তা আল্লাহর সাথে ধৃষ্টতা প্রদর্শনের শামিল।(মুসনাদে আহমদ ৮৭১২)

২. খানাপিনার শেষে, কোনো শুভ সংবাদ শোনার পর, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে তার জবাবে নেয়ামতের শুকরিয়াস্বরূপ সর্বাবস্থায় الحمد لله  (আলহামদুলিল্লাহ) বলা।(বুখারী ৪৪৪৭; ইবনে মাজাহ ৩৮০৫)

৩. কারো হাঁচি এলে الحمد لله (আলহামদুলিল্লাহ) বলা। (বুখারী ৬২২১)

৪. কোনো হাঁচিদাতা الحمد لله (আলহামদুলিল্লাহ) বললে এর জবাবে يرحمك اللّٰه  (ইয়ারহামুকাল্লাহ) বলা। (বুখারি-৬২২৪)

৫. ব্যতিক্রম কিংবা আশ্চর্যজনক কোনো কিছু দেখলে বা শুনলে سبحان اللّٰه (সুবহানাল্লাহ) বলা।(বুখারী ২৮৩,৩১৪,৬২১৮,৭০০; মুসলিম ৩৩২,৩৭১,১৬৭৫,১৬৪১,২১৪,২৪৮৪)

৬. ভালো যেকোনো কিছু বেশি বা ব্যতিক্রম দেখলে ما شاء اللّٰه (মা-শাআল্লাহ) বলা। (মুসলিম-৩৫০৬)

৭. ভবিষ্যতে কোনো কাজের সংকল্প করলে إن شاء اللّٰه (ইনশাআল্লাহ) বলা।(সুরা কাহাফ,আয়াত ২৩-২৪; বুখারী ৩৪২৪; মুসলিম ১৬৫৪)

৮. কোনো ফিতনা দেখলে বা শুনলে, আল্লাহ তায়ালার আজাব ও গজবের কথা শুনলে বা মনে পড়লে نعوذ بالله (না’উজু বিল্লাহ) বলা। (বুখারি-৬৩৬২)

৯. কোনো বিপদের কথা শুনলে কিংবা কোনো খারাপ বা অশুভ সংবাদ শুনলে, কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু চুরি হয়ে গেলে, কোনো কষ্ট পেলে إنا لله وإنا إليه راجعون (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজি'উন) বলা। (মুসলিম-২১২৪)

১০. কথা প্রসঙ্গে কোনো গুনাহের কথা বলে ফেললে أستغفر اللّٰه  (আস্তাগফিরুল্লাহ) বলা। (সূরা মুহাম্মাদ-১৯)

১১. উপরে ওঠার সময় اللّٰه أكبر (আল্লাহু আকবার) বলা এবং নিচে নামার সময় سبحان اللّٰه  (সুবহানাল্লাহ) বলা। (বুখারি-২৯৯৩)

১২. নিশ্চিতভাবে না জেনে কোনো বিষয়ে কিছু বললে, কথার শেষে والله أعلم  (ওয়াল্লাহু আ'লাম) বলা। (বুখারি-৫৫৭০)

১৩. কেউ কিছু দিলে কিংবা কারো মাধ্যমে কোনো কাজ হলে তার বদলে جزاك اللّٰه خيرا (জাজাকাল্লাহু খাইরান) বলা। (বুখারি-৩৩৬)

১৪. কোনো কিছু জবাই করার সময় بسم اللّٰه والله أكبر (বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার) বলা। (মুসলিম-৫০৮৫)

১৫. আল্লাহ তায়ালার শ্রেষ্ঠত্ব, মহত্ত্ব বা বড়ত্বের কোনো কৃতিত্ব দেখলে কিংবা শুনলে,বিজয় লাভ করলে কিংবা বিজয় লাভের আশায় স্লোগান দিলে اللّٰه أكبر (আল্লাহু আকবার) বলা। (বুখারি-৬১০)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url