ডেবিট কার্ড,চার্জ কার্ড ও ক্রেডিট কার্ডের পরিচয় ও শরয়ী হুকুম
প্রশ্ন:
ডেবিট কার্ড,চার্জ কার্ড ও ক্রেডিট কার্ডের পরিচয় ও শরয়ী হুকুম জানতে চাই?
উত্তর:
بسم اللّٰه الرحمن الرحيم
ডেবিট কার্ড,চার্জ কার্ড ও ক্রেডিট কার্ডের পরিচয়:
১.ডেবিট কার্ড:
ডেবিট কার্ড হলো কোনো প্রতিষ্ঠানে (ব্যাংক,কোম্পানি) নিবন্ধনকৃত একাউন্টে জমাকৃত টাকা উত্তোলন বা অন্য একাউন্টে স্থানান্তরের মাধ্যম।ডেবিট কার্ডের জন্য আদায়কৃত ফি সুদ নয়;বরং তা সেবার পারিশ্রমিক(সার্ভিস ফি)।
২.চার্জ কার্ড:
চার্জ কার্ড হলো কোনো প্রতিষ্ঠানে (ব্যাংক,কোম্পানি) নিবন্ধনকৃত একাউন্টে জমাকৃত টাকা না থাকা সত্ত্বেও ঐ প্রতিষ্ঠানের কাছ থেকে নির্দিষ্ট মেয়াদী ঋণ নিয়ে প্রয়োজন পূরণের মাধ্যম।তবে নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে নির্দিষ্ট পরিমাণ সুদসহ ঋণ পরিশোধ করতে হয়।চার্জ কার্ডে নির্দিষ্ট মেয়াদ বা চক্রের শেষে টাকা ঢুকানোর মাধ্যমে ঋণ পরিশোধ করা আবশ্যক।এ কার্ডে চক্রবৃদ্ধিহারে সুদের ভিত্তিতে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণের সুযোগ নেই।
৩.ক্রেডিট কার্ড:
ক্রেডিট কার্ড চার্জ কার্ডের মতই।কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট মেয়াদ বা চক্রের পর টাকা ঢুকানোর মাধ্যমে ঋণ পরিশোধ করা আবশ্যক নয়;বরং সে ইচ্ছা করলে চক্রবৃদ্ধিহারে সুদের ভিত্তিতে দীর্ঘমেয়াদী ঋণও গ্রহণ করতে পারে।
তিনটি কার্ডের শরয়ী বিধান:
১.ডেবিট কার্ড ব্যবহারের হুকুম:
এ কার্ডে সুদের চুক্তি না থাকায় তা ক্রয়-বিক্রয়সহ অন্যান্য খাতে ব্যবহার করা বৈধ।
হাওয়ালা:
يجوز للمؤسسات إصدار بطاقة الحسم الفورى ما دام حاملها يسحب من رصيده ولا يترتب على التعامل بها فائدة ربوية (فتاوى عثمانى-٣ /٣٥٥)
২.চার্জ কার্ড ব্যবহারের হুকুম:
ডেবিট কার্ড সংগ্রহ করা সম্ভব না হলে এ কার্ড শর্তসাপেক্ষে ব্যবহার করা বৈধ। শর্তটি হলো- সুদের মেয়াদ আসার আগেই টাকা পরিশোধ করে দিতে হবে।অন্যথায় সুদসহ ঋণ আদায় করার মত জঘন্য হারাম কাজে লিপ্ত হবে।
শরয়ী দৃষ্টিকোণ থেকে এই কার্ডে একটি নিষিদ্ধ বিষয় বিদ্যমান।যেমন,
১.নির্দিষ্ট মেয়াদের পর সুদ আদান-প্রদান। যদিও এই কার্ডের মূল চুক্তিটি সুদনির্ভর নয়।
৩.ক্রেডিট কার্ড ব্যবহারের হুকুম:
ডেবিট বা চার্জ কার্ড সংগ্রহ করা সম্ভব না হলে শর্তসাপেক্ষে তা ব্যবহার করা বৈধ।শর্তটি হলো-সুদের মেয়াদ আসার আগেই টাকা পরিশোধ করে দিতে হবে।অন্যথায় চুক্তি অনুযায়ী সুদসহ ঋণ আদায় করার মত জঘন্য হারাম কাজে লিপ্ত হবে।
ক্রেডিট কার্ডে শরয়ী দৃষ্টিকোণ থেকে দু'টি নিষিদ্ধ বিষয় বিদ্যমান।যেমন,
১.মূল চুক্তিটি সুদনির্ভর তথা সুদের ভিত্তিতেই এই কার্ডে ঋণ দেওয়া হয়।বাকী একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ঋণ পরিশোধ করলে,তারা সুদ নেয় না।
২.নির্দষ্ট মেয়াদের পর সুদ আদান-প্রদান ও চক্রবৃদ্ধিহারে সুদগ্রহণ।
হাওয়ালা:
:يجوز إصدار بطاقة الائتمان والحسم الآجل بالشروط الآتية
ألا يشترط على حامل البطاقة فوائد ربوية فى حال تأخيره عن سداد المبالغ المستحقة عليه
أن تشترط المؤسسة على حامل البطاقة عدم التعامل بها فيما حرمة الشريعة وأنه يحق للمؤسس سحب البطاقة فى تلك الحالة
لا يجوز للؤسسات إصدار بطاقات الائتمان ذات الدين المتجدد الذى يسدده حامل البطاقة على أقساط آجلة بفوائد ربوية (فتاوى عثمانى-٣ /٣٥٥-٣٥٦)
প্রামাণ্য গ্রন্থাবলী:
১.ফতোয়ায়ে উসমানী-৩/৩৫৫-৩৫৬
২.ফিকহুল বুয়ূ'-১/৪৫২-৪৬৪
والله أعلم بالصواب
জাযাকাল্লাহ