কোনো সাহাবী রা. কে গালি দেওয়ার বিধান কি?

প্রশ্ন:

কোনো সাহাবী রা. কে গালি দেওয়ার বিধান কি?

উত্তর:

بسم اللّٰه الرحمن الرحيم 

কোনো সাহাবী রা. কে গালি দেওয়া নিকৃষ্টতম হারাম কাজসমূহের অন্তর্ভুক্ত। সে ফাসেক ও গোমরাহ হিসেবে বিবেচ্য হবে।তবে শরীয়তের অকাট্য দলীল দ্বারা প্রমাণিত,এমন বিষয়ে গালি দেওয়া কুফরী।যেমন,আম্মাজান আয়েশা রা. কে যিনার অপবাদ দেওয়া।নাউজুবিল্লাহ। 

(সহীহ বুখারী-৬০৪৪;সহীহ মুসলিম-৬৪৮৭;তাকমিলাতু ফাতহিল মুলহিম-৫/৩১২;আল ইখতেয়ার লি তা'লীলিল মুখতার-২/১৬০;ফাতাওয়া মুফতী মাহমুদ-১/৩৭১)

والله أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url