মহিলারা মাহরাম ব্যতীত হজ করার বিধান
প্রশ্ন:
কোনো নারী পূর্ণ পর্দা করে মাহরাম ব্যতীত হজে যেতে পারবে কিনা?
উত্তর:
بسم اللّٰه الرحمن الرحيم
শরীয়তের দৃষ্টিতে কোনো মহিলার আবাসস্থল মক্কা থেকে ৪৮ মাইল বা ৭৭.২৪৮ কি.মি. দূরে হলে,ঐ মহিলা হজে যাওয়ার জন্য মাহরাম সাথে থাকা শর্ত।মাহরাম ব্যতীত হজ করলে মারাত্মক গুনাহগার হবে।যদিও এভাবে ফরজ হজ আদায়ের কারণে যিম্মামুক্ত হয়ে যাবে।
উল্লেখ্য যে,আনুগত্যের নাম হলো ইসলাম।শরীয়তবিরোধী আবেগের মূল্যায়ন ইসলামে নেই।আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে দ্বীনের প্রকৃত বুঝ নসীব করেন।আমীন।
তথ্যসূত্র:
সহীহ বুখারী ৩০৬১; সহীহ মুসলিম ১৩৪০; মুখতাসারুল কুদূরী ২০১; আন-নুতাফ ফিল ফাতাওয়া ১৩২; বাদায়িউস সানায়ে ৩/ ৫৬; আদদুররুল মুখতার ২/৪৬৫; আল-লুবাব ফি শরহিল কিতাব ১৮৩; মুয়াল্লিমুল হুজ্জাজ ৯৩
وفي صحيح البخاري ٣٠٦١: عن ابن عباس رض قال: جاء رجل إلى النبي صلى اللّٰه عليه وسلم فقال: يا رسول اللّٰه! إني كتبت في غزوة كذا و كذا وامرأتي حاجة. قال: ارجع فحج مع امرأتك
অর্থাৎ- হযরত ইবনে আব্বাস রা. হতে বর্ণিত,তিনি বলেন:এক ব্যক্তি রাসূল صلى اللّٰه عليه وسلم এর দরবারে আগমন করলেন।অতঃপর তিনি বললেন,হে আল্লাহর রাসূল! আমি অমুক অমুক যুদ্ধে নাম লেখাইছি অথচ আমার স্ত্রী হজ করতেছে।তখন রাসূল صلى اللّٰه عليه وسلم বললেন:তুমি ফিরে যাও অতঃপর তোমার স্ত্রীর সাথে হজ কর।সহীহ বুখারী-৩০৬১
وفي صحيح مسلم ١٣٤٠: عن أبي سعيد الخدري رض قال: قال رسول اللّٰه صلى اللّٰه عليه وسلم : لا يحل لامرأة تؤمن بالله و اليوم الآخر أن تسافر سفرا يكون ثلاثة أيام فصاعدا إلا و معها أبوها أو إبنها أو زوجها أو أخوها أو ذو محرم منها
অর্থাৎ-আবূ সাঈদ রা. হতে বর্ণিত,তিনি বলেন:রাসূল صلى اللّٰه عليه وسلم বলেছেন: কোনো ঈমানদার মহিলার জন্য তিন বা ততোধিক দিনের দূরত্বে একাকী সফর করা বৈধ নয়; তবে যদি সাথে বাপ,ছেলে,স্বামী,ভাই কিংবা অন্য কোনো মাহরাম থাকে,তাহলে সফর করা বৈধ।সহীহ মুসলিম-১৩৪০
وفي الدر المختار مع رد المحتار ٢ /٤٦٥: ولو حجت بلا محرم جاز مع الكراهة
والله تعالىٰ أعلم بالصواب