মুসলিম গোয়েন্দারা বাহ্যিকভাবে অমুসলিমদের রূপ ধারণ করার হুকুম

প্রশ্ন:

মুসলিম গোয়েন্দারা গোয়েন্দাগিরির প্রয়োজনে বাহ্যিকভাবে অমুসলিমদের রূপ ধারণ করে থাকে।এর দ্বারা ঈমান নষ্ট হবে কিনা?

উত্তর:

بسم اللّٰه الرحمن الرحيم 

কোনো মুসলিম গোয়েন্দা গোয়েন্দাগিরির প্রয়োজনে শুধু বাহ্যিকভাবে অমুসলিমের রূপ ধারণ করলে,তাকে কাফের বলা যাবে না।তবে সে তওবা করার পাশাপাশি সতর্কতামূলক ঈমান ও বিয়ে নবায়ন করবে।

(আলবাহরুর রায়েক-৫/২১০; আযযাখীরাতুল বুরহানিয়া-৭/১৩৭;ফতোয়া হিন্দিয়া-২/২৫৬;জামিয়ুল ফাতাওয়া-১/২৯৭-২৯৮)

والله أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url