কোনো মুসলিম রাসূল صلى اللّٰه عليه وسلم কে গালি দিলে তার হুকুম কি?

প্রশ্ন:

কোনো মুসলিম রাসূল صلى اللّٰه عليه وسلم কে গালি দিলে তার হুকুম কি?

উত্তর:

بسم اللّٰه الرحمن الرحيم 

কোনো মুসলিম রাসূল صلى اللّٰه عليه وسلم কে গালি দিলে মুরতাদ বলে গণ্য হবে।নাউজুবিল্লাহ।সে তওবা না করলে মুসলিম শাসক কর্তৃক তাকে হত্যা করা হবে।তাকে তিনদিন পর্যন্ত তওবা করার সুযোগ দেওয়া উত্তম,আবশ্যক নয়।

উল্লেখ্য যে,কোনো মুসলিম যদি নিজ উদ্যোগে তাকে হত্যা করে ফেলে,তাহলে ঐ মুসলিমকে হত্যা করা যাবে না এবং তার উপর কোনো জরিমানা বা শাস্তি প্রয়োগ করা শরীয়তে নিষিদ্ধ।কেননা সে এমন ব্যক্তিকে হত্যা করেছে,যাকে হত্যা করা বৈধ।

(সুনানে নাসায়ী-৪০৭৬;এ'লাউস সুনান-১২/৪০৬;কিতাবুল খারাজ-১৮২; আননুতাফ ফিল ফাতাওয়া-৪২৭; মাজমুয়ায়ে রাসায়েলে ইবনে আবীদীন রহ.-১/৩৪২)

والله أعلم بالصواب

উত্তর প্রদানে-

মুফতী হোসাইন আহমদ যায়েদ 

মুশরিফ,ফতোয়া বিভাগ

ইসলামী দাওয়াহ সেন্টার সাইনবোর্ড ঢাকা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url