কোনো মুসলিম মুশরিকদের পূজার অনুষ্ঠানে যাওয়ার কারণে ঈমান নষ্ট হবে কিনা?

প্রশ্ন:

কোনো মুসলিম মুশরিকদের পূজার অনুষ্ঠানে যাওয়ার কারণে ঈমান নষ্ট হবে কিনা?

উত্তর:

 بسم اللّٰه الرحمن الرحيم 

মুসলমানদের জন্য বিনা ওজরে মুশরিকদের পূজার অনুষ্ঠানে যাওয়া নাজায়েজ। তবে কোনো মুসলিম সেখানে গিয়ে কুফরীতে লিপ্ত না হলে তার ঈমান নষ্ট হবে না। 

(তাফসীরে ইবনে কাসীর-১/৬৯৭;কানযুল উম্মাল-৯/২২;ফাতাওয়া শামী-৪/২২৩-২২৪;ফাতাওয়া বাযযাযিয়্যাহ-২/৫৫৩; কিফায়াতুল মুফতী-১৩/১৮৬)

والله أعلم بالصواب


উত্তর প্রদানে-

মুফতী হোসাইন আহমদ যায়েদ 

মুশরিফ,ফতোয়া বিভাগ

ইসলামী দাওয়াহ সেন্টার সাইনবোর্ড ঢাকা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url