নামাজে শরীরের ঘাম বা মশা মুখে চলে গেলে নামাজ ভেঙ্গে যাবে কিনা?
প্রশ্ন:
নামাজে শরীরের ঘাম বা মশা মুখে চলে গেলে নামাজ ভেঙ্গে যাবে কিনা?
উত্তর:
بسم اللّٰه الرحمن الرحيم
এক্ষেত্রে দুটি মূলনীতি লক্ষণীয়,
১.খানাপিনার ক্ষেত্রে যেসব কারণে রোজা ভেঙ্গে যায়,শুধুমাত্র ঐসব কারণে নামাজও ভেঙ্গে যাবে।
২.যেসব বিষয় পেটে চলে যাওয়া থেকে বিরত রাখা সম্ভব নয় তথা অনিচ্ছাকৃত হঠাৎ চলে যায়,ঐসব কারণে রোজা নষ্ট হবে না।যেমন,মশা,বালি,ধোঁয়া,বৃষ্টির ফোঁটা,শরীরের ঘামের ফোঁটা ইত্যাদি যদি যথাসম্ভব চেষ্টার পরেও অনিচ্ছাকৃত পেটে চলে যায়,তাহলে রোজা নষ্ট হবে না।
সুতরাং উপরের মূলনীতি হিসাবে নামাজের মধ্যেও এগুলো অনিচ্ছাকৃত পেটে চলে গেলে,নামাজ নষ্ট হবে না।তবে মুখে যাওয়ার পর যথাসম্ভব চেষ্টা করতে হবে,যেন পেটের ভিতর না যেতে পারে।
উল্লেখ্য যে,মশা,শরীরের ঘাম ইত্যাদি ইচ্ছাকৃত গিলে ফেললে নামাজ ও রোজা উভয়টাই নষ্ট হবে।(ফতোয়ায়ে শামী: ২/৩৮২-৩৮৩; ৩/৩৬৬-৩৬৮)
والله أعلم بالصواب