টুপি পরিধান করার বিধান
প্রশ্ন:
টুপি পরিধান করার বিধান কি?
উত্তর:
بسم اللّٰه الرحمن الرحيم
টুপি পরা সুন্নত।অপ্রয়োজনে খালি মাথায় থাকা সুন্নতের খেলাফ।এটি আ'মালে মুতাওয়ারাসা তথা নববী যুগ থেকে আমাদের পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলে আসা আমলসমূহের অন্তর্ভুক্ত।
দলীলসমূহ:
বিভিন্ন আমলযোগ্য হাদিসে টুপির কথা এসেছে।নিচে কয়েকটি হাদিস তুলে ধরা হলো-
হাদীস নং-১
উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন,
أن النبي صلى الله عليه وسلم كان يلبس من القلانس في السفر ذوات الآذان، وفي الحضر المشمرة يعني الشامية.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কান বিশিষ্ট টুপি পরতেন আর আবাসে শামী টুপি পরতেন।(আখলাকুন নুবুওয়্যাহ, আল জামে লি আখলাকির রাবী ওয়া আদাবিস সামে পৃ. ২০২)
হাদিস নং-২
হাসান বিন মেহরান থেকে বর্ণিত,
عن رجل من الصحابة ، قال : أكلت مع رسول الله صلى الله عليه وسلم، ورأيت عليه قلنسوة بيضاء
একজন সাহাবী বলেছেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাঁর দস্তরখানে খেয়েছি এবং তাঁর মাথায় সাদা টুপি দেখেছি’।(আল ইসাবাহ ৪/৩৩৯)
হাদিস নং-৩
উমর ইবনে খাত্তাব রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন,
الشهداء ثلاثة : رجل مؤمن ... ورفع رسول الله صلى الله عليه وسلم رأسه حتى وقعت قلنسوته أو قلنسوة عمر.
শহীদ হল তিন শ্রেণীর লোক : এমন মুমিন ... এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন। তখন তাঁর টুপি পড়ে গেল। অথবা বলেছেন উমরের টুপি পড়ে গেল।(মুসনাদে আহমাদ, হাদীস : ১৪৬; জামে তিরমিযী, হাদীস : ১৬৪৪)
হাদিস নং-৪
عن ابن عمر رض أن رسول اللّٰه صلى اللّٰه عليه وسلم
كان يلبس قلنسوة بيضاء
হযরত ইবনে উমর রা. হতে বর্ণিত, রাসূল صلى اللّٰه عليه وسلم সাদা টুপি পরিধান করতেন।(শুআবুল ঈমান ৬২৫৯)
والله تعالىٰ أعلم بالصواب