দুধ ভাইয়ের সাথে দুধপানকারীর বোনের বিয়ে

প্রশ্ন:

যে বাচ্চা কোনো মহিলার দুধ পান করেছে, সে বাচ্চার বোনকে উক্ত মহিলার ছেলের সাথে বিবাহ দিতে পারবে কিনা?

উত্তর:

بسم اللّٰه الرحمن الرحيم 

জি,পারবে।কারণ,উক্ত বাচ্চার বোন ও দুধমার ছেলের মাঝে কোনো দুধসম্পর্ক নেই।

মূলনীতি:

দুধসম্পর্কের কারণে দুধপানকারীর জন্য চার শ্রেণীর সাথে দেখা দেওয়া জায়েজ আর বিয়ে করা হারাম।যেমন,

১.الأصول الرضاعية তথা দুধ মা-বাবা,দুধ দাদা-দাদী ও দুধ নানা-নানী এভাবে উপরের দিকে।

২.الفروع الرضاعية তথা দুধ ছেলে-মেয়ে,দুধ নাতি-নাতনী এভাবে নিচের দিকে।

৩.الفروع للأصل القريب الرضاعي তথা দুধ মা-বাবার সন্তান,নাতি-নাতনী এভাবে নিচের দিকে (দুধ ভাই-বোন, ভাতিজা-ভাতিজী,ভাগিনা-ভাগিনী)।

৪.الجزء الأول للأصل البعيد الرضاعي তথা দুধ দাদা-দাদী ও নানা-নানীর শুধু সন্তানেরা (দুধ চাচা-জেঠা,ফুফু,মামা,খালা)।

والله تعالىٰ أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url