মহিলারা নামাজে পায়ের পাতা খোলা রাখার বিধান
প্রশ্ন:
মহিলারা নামাজে পায়ের পাতা খোলা রাখলে নামাজ হবে কিনা?
উত্তর:
بسم اللّٰه الرحمن الرحيم
মহিলারা নামাজে পায়ের পাতা খোলা রাখার বিধান:
মহিলাদের চেহারা, কব্জি পর্যন্ত দুই হাত ও গিরা পর্যন্ত দুই পা ব্যতীত অবশিষ্ট সম্পূর্ণ শরীর নামাযে সর্বাবস্থায় ঢেকে রাখা জরুরি। এটা নামায অবস্থার সতর। একা ঘরে নামায পড়লেও এভাবে ঢেকে নামায পড়তে হবে। সুতরাং মহিলারা নামাজে পায়ের পাতা খোলা রাখলেও নামাজ সহীহ হয়ে যাবে।তবে তাও ঢেকে রাখা উচিত।কেননা,হাদিস শরীফে এসেছে,
عن أم سلمة رض : أنها سألت النبي صلى اللّٰه عليه وسلم
أ تصلي المرأة في درع وخمار ليس عليها إزار؟ قال : إذا كان الدرع سابغا يغطي ظهور قدميها
قال أبو داود : روى هذا الحديث مالك بن أنس و بكر بن مضر وحفص بن غياث وإسماعيل بن جعفر وابن أبي ذئب وابن إسحاق عن محمد بن زيد عن أمه عن أم سلمة لم يذكر أحد منهم النبي صلى اللّٰه عليه وسلم، قصروا به على أم سلمة رض.(سنن أبي داود ٦٤٠)
উম্মে সালামা রা. থেকে বর্ণিত,তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে,মহিলারা কি পায়জামা ব্যতীত জামা ও উড়না দিয়ে নামাজ পড়তে পারবে?তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,"যদি জামাটি পায়ের পাতাসহ ঢেকে নেয়,তাহলে পারবে।"(আবূ দাউদ ৬৪০)
যদিও এই হাদিসটির উদ্দেশ্য ও সহীহ হওয়ার বিষয়ে মতবিরোধ রয়েছে।বিশুদ্ধ মতানুযায়ী হাদিসটি মওকূফ তথা এটি উম্মে সালামা রা. এর নিজের উক্তি।বর্ণনাকারী আব্দুর রহমান ভুলবশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসাবে বর্ণনা করেছেন।তবে সতর্কতামূলক এই হাদিস অনুযায়ী স্বাভাবিক অবস্থায় পায়ের পাতাও ঢেকে রাখা উচিত।
আলমুহীতুল বুরহানী ২/১৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪১৪; আদ্দুররুল মুখতার ১/৪০৪; ইলাউস সুনান ২/১৬৩; বাদায়েউস সানায়ে ১/৩০৬; মাজমাউল আনহুর ১/১২২; আলবাহরুর রায়েক ১/২৬৯; শরহুল মুনইয়াহ পৃ. ২১০
والله تعالىٰ أعلم بالصواب