রাস্তার পাশের দেয়ালে আরবী ভাষায় ক্যালিগ্রাফি আঁকার বিধান

প্রশ্ন:

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

হুজুর!আমরা রাস্তার পাশের বা বিভিন্ন স্থানের দেওয়ালে আরবী ক্যালিগ্রাফি আঁকতে চাচ্ছিলাম ।

আঁকতে পারবো কি?এখন এখানে তো আরবী হরফ থাকবে এতে কোনো নিষেধাজ্ঞা আছে কি?

উত্তর :

وعليكم السلام و رحمة الله 

بسم اللّٰه الرحمن الرحيم 

দেয়ালে আরবী ভাষায় ক্যালিগ্রাফি আঁকার বিধান:

জি,দেয়াল মালিকানাধীন হলে মালিকের অনুমতি সাপেক্ষে আর সরকারী হলে সরকারের  নিষেধাজ্ঞা না থাকলে,আপনারা উক্ত দেয়ালে যেকোনো ভাষায় ক্যালিগ্রাফি আঁকতে পারবেন।তবে দু'টি বিষয়ে সতর্ক থাকতে হবে:

১.বিষয়বস্তু যেন হালাল হয়।

২.ইলমী বিষয় হলে এগুলোর সম্মান রক্ষার ব্যাপারে যেন সচেতন থাকা হয়,বিশেষত আয়াত ও হাদিসের ব্যাপারে।

উল্লেখ্য যে,মুসলিম দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আরবী ক্যালিগ্রাফি থাকা প্রয়োজন।যেন দেখলেই অনাসায়ে বুঝতে পারে এই কলেজ-বিশ্ববিদ্যালয়ে মুসলমানরা পড়াশুনা করে।সন্দেহের ভিত্তিতে বিভিন্ন যুক্তি ও ভিত্তিহীন কথাবার্তার মাধ্যমে এগুলো মুছে ফেলা এবং এগুলোর বিরোধিতা করা অন্যায় বৈ আর কি হতে পারে!

তথ্যসূত্র:

وفي مسند الإمام أحمد (٢٠٦٩٥)

 قال رسول اللّٰه صلى اللّٰه عليه وسلم : ألا لا تظلموا ، ألا لا تظلموا، ألا لا تظلموا، إنه لا يحل مال امرئ إلا بطيب نفس منه

وفي رد المحتار (١/ ٦٠٧)

وكذا ورق الكتابة لصقالته و تقومه، وله احترام أيضا لكونه آلة لكتابة العلم، ولذا علله في 'التاتارخانية' بأن تعظيمه من أدب الدين.وفي كتب الشافعية : لا يجوز بما كتب عليه شيء من العلم المحترم كالحديث و الفقه و ما كان آلة لذلك

وأيضا (٢/ ٣٨٨)

قوله وهو غلبة الظن" لأنه العلم الموجب للعمل"

والله تعالىٰ أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url