শর্তযুক্ত তিন তালাক থেকে বাঁচার উপায়

প্রশ্ন:

কেউ তার স্ত্রীকে বলল,তুমি বাপের বাড়িতে গেলে তিন তালাক। এমতাবস্থায় তিন তালাক থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা?জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ। 

উত্তর :

بسم اللّٰه الرحمن الرحيم

প্রশ্নোক্ত সূরতে আপনার স্ত্রী বাপের বাড়িতে গেলে তিন তালাক পতিত হয়ে যাবে। তবে তিন তালাক থেকে বাঁচার একটি উপায় হলো-আপনি আপনার স্ত্রীকে এক তালাক দিবেন।অতঃপর আপনার স্ত্রী ইদ্দত পালনের পর বাপের বাড়িতে গেলে শর্ত শেষ হয়ে যাবে।কিন্তু এখন তিনি আপনার স্ত্রী নয় বিধায় পূর্বের শর্তযুক্ত তিন তালাক পতিত হওয়ার সুযোগ নেই।তারপর উভয়ের সম্মতিতে আপনারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন।

উল্লেখ্য যে,পুনরায় বিয়ের পর আপনি দুই তালাকের মালিক থাকবেন।বাকী দুই তালাক দিলেই চিরতরে আপনাদের বিবাহবিচ্ছেদ হয়ে যাবে।

তথ্যসূত্র:

وفي فتح القدير لكمال بن الهمام (10/ 437)

وعرف في الطلاق أنه لو قال إن دخلت فأنت طالق إن دخلت فأنت طالق إن دخلت فأنت طالق فدخلت وقع عليها ثلاث تطليقات

وفي رد المحتار (3/ 355)

فحيلة من علق الثلاث بدخول الدار أن يطلقها واحدةً ثم بعد العدة تدخلها فتنحل اليمين فينكحها

والله تعالىٰ أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url