কুল্লামার কসম

প্রশ্ন:

কেউ যদি এ কথা বলে যে,আমি কুল্লামার কসম করলাম বা খাইলাম।কিন্তু সে স্পষ্টভাবে এ কথা বলেনি যে,আমি যখনি বিয়ে করব,তখনি আমার বউ তালাক।এমতাবস্থায় সে বিয়ে করলে কি তার বউ তালাক হয়ে যাবে? 

উত্তর :

بسم اللّٰه الرحمن الرحيم 

শুধু কুল্লামার কসম বললে কোন কসম সংঘটিত হয় না। বরং কুল্লামার কসম বলতে উদ্দেশ্য হলো এভাবে বলা যে, “আমি যখনি বিবাহ করি, আমার বউ তালাক”।

সুতরাং কারো ব্যবহৃত শব্দ তথা ‘কুল্লামার কসম করছি বা খাইছি’ বলার দ্বারা কোনো কসম সংঘটিত না হওয়ায় সে বিয়ে করলে তার বউ তালাক হবে না। [ফাতাওয়া মাহমুদিয়া-১৯/২০৩, ফাতাওয়া কাসিমিয়্যাহ-১৬/১৬৪, কিতাবুন নাওয়াজেল-৯/৫৩৯]

أنه قد اشتهر فى رساتيق شيروان: أن من قال جعلت كلما أو علي كلما أنه طلاق ثلاث معلق، وهذا باطل ومن هذيانات العوام (رد المحتار ٣/ ٢٤٧، سعيد)

والله تعالىٰ أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url