বালেগা মেয়ের অনুমতি ব্যতীত বিয়ে দেওয়ার বিধান
প্রশ্ন:
বালেগা মেয়ের অনুমতি নেওয়া ছাড়া বাবা বিয়ে দিলে উক্ত বিয়ে সহীহ হবে কিনা?
উত্তর :
بسم اللّٰه الرحمن الرحيم
সুস্থ মস্তিষ্কসম্পন্ন প্রাপ্তবয়স্ক নারীর অনুমতি ছাড়া তার পিতা বা অভিভাবক তাকে বিবাহ দিলে তা কার্যকর হওয়া নির্ভর করে মেয়েটির অনুমোদনের উপর।তথা মেয়ে অনুমতি দিলে বিয়ে কার্যকর হবে,অন্যথায় বিয়ে বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য যে, মেয়ের বিবাহদানের ক্ষেত্রে শরীয়ত বাবাকে অভিভাবক বানিয়েছে বলেই তার এ অধিকার নেই যে, তিনি মেয়ের সম্মতি নেওয়া বা তাকে অবগত করা ছাড়াই বিবাহ দিয়ে দেবেন।
হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত এক হাদীসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
وَالْبِكْرُ يَسْتَأْذِنُهَا أَبُوهَا فِي نَفْسِهَا
আর কুমারী নারীর বিবাহের ব্যাপারে বাবা তার অনুমতি নেবে। সহীহ মুসলিম, হাদীস ১৪২১
অতএব প্রাপ্তবয়স্ক কুমারী মেয়েকে তার বাবা মেয়ের অবগতি ও সম্মতি ছাড়া কেবল নিজের পছন্দমতো কোথাও বিয়ে দিয়ে দেওয়া ঠিক হবে না। এটা শরীয়ত প্রদত্ত অধিকারের ভুল ব্যবহারের অন্তর্ভুক্ত হবে।
বাদায়েউস সানায়ে ২/৫০৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২৮৭; আলবাহরুর রায়েক ৩/১১০; তাবয়ীনুল হাকায়েক ২/৪৯৫; আদ্দুররুল মুখতার ৩/৫৮
والله تعالىٰ أعلم بالصواب