ইহরামের কাপড় দিয়ে কাফন দেওয়ার বিধান কি?

প্রশ্ন:

ইহরামের কাপড় দিয়ে কাফন দেওয়ার বিধান কি?

উত্তর :

بسم اللّٰه الرحمن الرحيم 

ইহরামের কাপড় কাফন হিসেবে ব্যবহার করার বিশেষ কোনো ফজিলত নেই। এতদসত্ত্বেও কেউ ঐ কাপড় কাফনে ব্যবহার করতে চাইলে আপত্তির কিছু নেই। কাফনের কাপড় নতুন-পুরনো হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, তবে পুরনো হলে ধুয়ে নিবে।তবে কাফনের কাপড়ের পরিমাণের ক্ষেত্রে যে সুন্নত রয়েছে তা লক্ষ্য রাখতে হবে। 

উল্লেখ্য যে,ইহরামের কাপড় অন্যন্য কাজেও ব্যবহার করা যাবে।

(আল জাওহারাতুন নাইয়েরাহ : ১/১৩৪, আফকে মাসায়েল আওর উনকা হল : ৪/১০৮)

والله تعالىٰ أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url