"তোমরা আমার পরে আবূ বকর ও উমর রা. এর অনুসরণ করবে" (তিরমিজি,৩৬৬২) এই হাদিস সহীহ তথা গ্রহণযোগ্য কিনা?

প্রশ্ন:

عن حذيفة رض قال : قال رسول اللّٰه صلى اللّٰه عليه وسلم : اقتدوا بالذين من بعدي أبي بكر و عمر. سنن الترمذي ٣٦٦٢

"তোমরা আমার পরে আবূ বকর ও উমর রা. এর অনুসরণ করবে" (তিরমিজি,৩৬৬২) এই হাদিস সহীহ তথা গ্রহণযোগ্য কিনা?

উত্তর :

بسم اللّٰه الرحمن الرحيم  

জি,হাদিসটি হাসান পর্যায়ের তথা গ্রহণযোগ্য।এ হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি রহ. বলেন,

هذا حديث حسن

তথা হাদিসটি হাসান।এমনকি নাসিরুদ্দিন আলবানী রহ. ও হাদিসটিকে সহীহ বলেছেন।(সহীহুল জামে' ২৮৯৫)

والله تعالىٰ أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url