পশু বর্গার জায়েজ পদ্ধতি কি?

প্রশ্ন:

পশু বর্গার জায়েজ পদ্ধতি কি?

উত্তর :

بسم اللّٰه الرحمن الرحيم 

এক্ষেত্রে সহীহ পদ্ধতি হল, পশুর মালিক লালন-পালনকারীর সাথে নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে চুক্তি করবে। সেক্ষেত্রে পশু থেকে প্রাপ্ত যাবতীয় আয় পশুর মালিক পাবে আর লালন-পালনকারী খাবারের খরচ ও নির্ধারিত পারিশ্রমিক পাবে। -আলমুহীতুল বুরহানী ৮/৩৯৮; আলবাহরুর রায়েক ৮/৩৮; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৪৫; ফাতাওয়া তাতারখনিয়া ৭/৫০৫

والله تعالىٰ أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url