শুধু কাবিন নামায় স্বাক্ষর করলে বিয়ে হবে কিনা ?

প্রশ্ন:

শুধু কাবিন নামায় স্বাক্ষর করলে বিয়ে হবে কিনা ?

উত্তর :

بسم اللّٰه الرحمن الرحيم 

বিবাহ সংঘটিত হওয়ার জন্য দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা একজন পুরুষ ও দুজন নারীর সামনে মৌখিকভাবে ইজাব-কবুল করা শর্ত। মৌখিকভাবে ইজাব-কবুল না করে শুধু লিখিতভাবে ইজাব-কবুল করলে বিবাহ সংঘটিত হয় না। তাই শুধু কাবিন নামায় স্বাক্ষরের দ্বারা বিয়ে সহীহ হবে না।

শুধু কাবিননামায় স্বাক্ষর করার পর যদি তারা পরস্পর সহীহভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে সাক্ষীদের উপস্থিতিতে মৌখিক ইজাব-কবুলের মাধ্যমে বিবাহ করতে হবে। এক্ষেত্রে তাদের মাঝে বিবাহের জন্য ইদ্দত পালন করা লাগবে না। বরং যে কোনো মুহূর্তে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।

-দুরারুল হুককাম ফী শরহি গুরারিল আহকাম ১/৩২৭; আদ্দুররুল মুখতার ৩/১২; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭০, ১/২৮০; আলবাহরুর রায়েক ৩/১০৬; তাবয়ীনুল হাকায়েক ২/৪৮৫ ،

الدر المختار مع الشامي(٤/ ٧٣)، دار عالم الكتب

فلا ينعقد بقبول بالفعل كقبض مهر و لا بتعاط و لا بكتابة حاضر

والله تعالىٰ أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url