মাসবুক ভুলে ইমামের সাথে সালাম ফিরালে সেজদায়ে সাহু দিতে হবে কিনা?
প্রশ্ন:
মাসবুক ভুলে ইমামের সাথে সালাম ফিরালে সেজদায়ে সাহু দিতে হবে কিনা?
উত্তর:
بسم اللّٰه الرحمن الرحيم
এক্ষেত্রে তিনটি সূরত হতে পারে।যেমন,
১.ইমামের আগে সালাম ফিরানো
২.ইমামের সাথে সাথে তথা মুক্তাদি ও ইমাম উভয়ের সালাম একসাথে শেষ হওয়া
৩.ইমামের পরে সালাম শেষ হওয়া
উক্ত তিন সূরতের শুধু শেষ সূরতে সাহু সেজদা ওয়াজিব হবে।আর যেহেতু সাধারণত এই সূরতটাই বেশি হয়ে থাকে,তাই ফতোয়া দেওয়া হয় এভাবে যে, ইমামের সাথে মাসবুক ভুলে সালাম ফিরালে সেজদায়ে সাহু দিতে হবে।
তথ্যসূত্র:
١)مصنف عبد الرزاق ٣٥١١
عن إبراهيم في الرجل يفوته من الصلاة شيء ثم يسلم ناسيا قال: يقوم فيبني ثم يسجد سجدتي السهو
٢)البحر الرائق ١/ ٦٦٢
ومن أحكامه أنه لو سلم مع الإمام ساهيا أو قبله لا يلزمه سجود السهو، لأنه مقتد وإن سلم بعده لزمه
والله تعالىٰ أعلم بالصواب