অ্যাটাচ বা এডজাস্ট বাথরুমে কি দোয়া পড়া যাবে?
প্রশ্ন:
অ্যাটাচ বাথরুমে কি দোয়া পড়া যাবে?
উত্তর :
بسم اللّٰه الرحمن الرحيم
এ বিষয়ে দুটি মত রয়েছে।তবে আমি ব্যক্তিগতভাবে দ্বিতীয় মতের উপর আমল করি।
১.একদল উলামায়ে কেরাম বলেন,
টয়লেট ও গোসলখানার মাঝখানে পর্দা বা দেয়াল থাকলে দোয়া পড়া যাবে,অন্যথায় মুখে দোয়া পড়া জায়েজ হবে না,বরং মনে মনে দোয়া পড়বে।
২.আরেকদল উলামায়ে কেরামের মত হলো,টয়লেট যদি উঁচু হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে,ময়লা ও দুর্গন্ধ না থাকে,পেশাব পায়খানা করার পর পর্যাপ্ত পানি ঢালার কারণে কমোডে নাপাক দেখা না যায় এবং দুর্গন্ধ না থাকে, হাই কমোড হলে পর্যাপ্ত পানি ঢালার পর ঢাকনা বন্ধ করে রাখা হয় তাহলে ঐ অবস্থায় গোসলখানায় ওযু করার সময় ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা ও ওযুর আগে-পরে হাদিসে বর্ণিত দোয়াসমূহ পড়া যাবে।
কারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশগত অবকাঠামোর দিক থেকে বর্তমান যুগের টয়লেটগুলো আগের জামানার মত নয়।তাছাড়া অ্যাটাচ বা এডজাস্ট বাথরুমের পুরো অংশটাই পেশাব-পায়খানা করার জন্য নির্ধারিত থাকে না বরং এর কিছু অংশ পেশাব-পায়খানা করার জন্য বরাদ্দ থাকে আর বাকি অংশ ওযু-গোসল,কাপড় ধোয়া ইত্যাদির জন্য বরাদ্দ থাকে।
বি.দ্র.
স্মরণ রাখতে হবে, মুসলমানদের সংস্কৃতি অন্যদের চেয়ে ভিন্ন হওয়া উচিত।তাই ঘরে বা ফ্ল্যাটে টয়লেট ও অজুখানার মাঝখানে দেয়াল কিংবা পর্দা থাকা জরুরী।
দলীল:
আবদুল্লাহ বিন মুগাফফাল (রা.) থেকে বর্ণিত,
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :"لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي مُسْتَحَمِّهِ فَإِنّ عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ ".
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ بْنُ مَاجَهْ : سَمِعْتُ عَلِيَّ بْنَ مُحَمَّدٍ الطَّنَافِسِيَّ يَقُولُ : إِنَّمَا هَذَا فِي الْحَفِيرَةِ فَأَمَّا الْيَوْمَ فَلاَ . فَمُغْتَسَلاَتُهُمُ الْجَصُّ وَالصَّارُوجُ وَالْقِيرُ فَإِذَا بَالَ فَأَرْسَلَ عَلَيْهِ الْمَاءَ لاَ بَأْسَ بِهِ.(سنن ابن ماجه ٣٠٤)
(قَوْلُهُ: إلَّا حَالَ انْكِشَافٍ إلَخْ) الظَّاهِرُ أَنَّ الْمُرَادَ أَنَّهُ يُسَمِّي قَبْلَ رَفْعِ ثِيَابِهِ إنْ كَانَ فِي غَيْرِ الْمَكَانِ الْمُعَدِّ لِقَضَاءِ الْحَاجَةِ، وَإِلَّا فَقَبْلَ دُخُولِهِ، فَلَوْ نَسِيَ فِيهِمَا سَمَّى بِقَلْبِهِ، وَلَا يُحَرِّكُ لِسَانَهُ تَعْظِيمًا لِاسْمِ اللَّهِ تَعَالَى (رد المحتار، كتاب الطهارة، ١/ ٢٢٧)
والله تعالى أعلم بالصواب