ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা?হাদিসের আলোকে জানতে চাই।
প্রশ্ন :
ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা?হাদিসের আলোকে জানতে চাই।
উত্তর :
بسم اللّٰه الرحمن الرحيم
এ বিষয়ে দুটি হাদিস বিশেষভাবে লক্ষনীয় :
১.এক হাদীসে এসেছে-
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ
উবাদা বিন সামেত রা. থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, সূরা ফাতিহা না পড়লে নামায হবে না। [বুখারী, হাদীস নং-৭৫৬]
২.অন্য সহীহ হাদিসে এসেছে,
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ كَانَ لَهُ إِمَامٌ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَة
হযরত জাবের রা. থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যার ইমাম রয়েছে, তার ইমামের কিরাত মানেই হল তার কিরাত। (মুয়াত্তা মালিক, হাদীস নং-১২৪, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৪৬৪৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৮৫০, তাহাবী শরীফ, হাদীস নং-১২৯৪,মুজামে ইবনুল আরাবী, হাদীস নং-১৭৫৫,সুনানে দারা কুতনী, হাদীস নং-১২৩৩,মুসন্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-২৭৯৭,মারেফাতুস সুনান ওয়াল আসার, হাদীসনং-৩৭৬৪, সুনানে কুবরা লিলবায়হাকী,হাদীস নং-২৮৯৭, মুসন্নাফ ইবনে আবীশাইবা, হাদীস নং-৩৭৭৯, মুসনাদে আবীহানীফা, হাদীস নং-২৫)
উভয় হাদিসের আলোকে হানাফী মাযহাবের ফতোয়া হলো : একাকী ও ইমাম সাহেবের জন্য নামাজে সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানো ওয়াজিব তথা প্রথম হাদিসটি হলো ইমাম ও একাকী নামাজ আদায়কারীর ক্ষেত্রে প্রযোজ্য।আর মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহাসহ অন্য কোনো কেরাত পড়বে না তথা দ্বিতীয় হাদিসটি মুক্তাদির ক্ষেত্রে প্রযোজ্য।
والله تعالىٰ أعلم بالصواب