বাচ্চাদেরকে পুতুল কিনে দেওয়ার বিধান কি?

প্রশ্ন:

বাচ্চাদেরকে পুতুল কিনে দেওয়ার বিধান কি?

উত্তর :

بسم اللّٰه الرحمن الرحيم 

যে সকল বস্তুর প্রাণ আছে, এমন প্রাণির চোখ,কান,মুখ থাকা অবস্থায় উক্ত প্রাণীর ছবি আঁকা, তা ব্যবহার করা, তার ঘরে রাখা এবং তা দিয়ে খেলাধুলা করা কোনটিই জায়েজ নয়। তাই বাচ্চাদের জন্য প্রাণীর পুতুল দিয়ে খেলা জায়েজ হবে না। চোখ-মুখ না থাকলে তথা প্রাণির অবস্থান স্পষ্ট না হলে ব্যবহার করার সুযোগ আছে। যেমন হযরত আয়শা সিদ্দিকা রা. কাপড়ের পুতুল দিয়ে খেলেছিলেন। এসবের চোখ-কান তথা মুখের অবয়ব ছিল না।

عَنْ أَبِي طَلْحَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا تَصَاوِيرُ

হযরত আবু তালহা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ ঐ ঘরে ফেরেস্তা প্রবেশ করে না, যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে। {সহীহ বুখারী, হাদীস নং-৫৯৪৯, মুসনাদে আহমাদ, হাদীস নং-২১৭৭২}

👉বি.দ্র. ফতোয়ার ক্ষেত্রে আমরা হানাফী মাযহাবের ইমামগণ কুরআন সুন্নাহের আলোকে যে মত দিয়েছেন,সেটাই মানবো ইনশাআল্লাহ। 

والله تعالىٰ أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url