জাকাতের নিয়তে ঋণ বা পাওনা টাকা মাফ করার বিধান

প্রশ্ন:

ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণের টাকাটা জাকাত আদায়ের নিয়তে ঋণদাতা মাফ করে দিলে,জাকাত আদায় হবে কিনা?

উত্তর :

بسم اللّٰه الرحمن الرحيم 

ঋণগ্রস্ত ব্যক্তি যদি গরীব হয়,তাহলে পুরো ঋণ ক্ষমা করে দেওয়ার কারণে উক্ত ঋণের যাকাতও আদায় হয়ে যাবে। তবে ঋণদাতার যদি আরো যাকাতযোগ্য সম্পদ থাকে তাহলে সে সম্পদের যাকাত এভাবে মাফ করে দেওয়ার দ্বারা আদায় হবে না।

ধরুন,একব্যক্তির ঋণ ব্যতীত অন্যান্য সম্পদের উপর জাকাত এসেছে ৪৮৮৫ টাকা।সে এক গরিব ব্যক্তিকে ৫০০০ টাকা ঋণ দিয়েছিল।এ ঋণের উপর যাকাত এসেছে ১২৫ টাকা।এখন সে যদি ঋণগ্রস্তকে ক্ষমা করে দেয়,তাহলে শুধু ঋণের টাকার যাকাত তথা ১২৫ টাকা জাকাত হিসাবে আদায় হবে বাকী অবশিষ্ট জাকাত তথা ৪৮৮৫ টাকা আদায় করতে হবে।

তবে এক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করলে অন্য সম্পত্তিরও যাকাত আদায় হয়ে যাবে।পদ্ধতিটি হলো: 

ঋণদাতা জাকাত আদায়ের নিয়তে গরিব ঋণগ্রস্তকে জাকাতের টাকা দিয়ে দিবে।অতঃপর ঋনগ্রস্ত ব্যক্তি থেকে পুনরায় ঋণবাবদ তা আদায় করে নিবে।

তথ্যসূত্র:

আলমাবসূত, সারাখসী ২/২০৩; ফাতাওয়া খানিয়া ১/২৬৩; তাবয়ীনুল হাকায়েক ২/৩১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৪; ফাতাওয়া শামী ৩/১৯০-১৯১


وفي الدر المختار مع رد المحتار  ٣/ ١٩٠-١٩١

واعلم أن أداء الدين عن الدين والعين عن العين و عن الدين يجوز ، وعن العين و عن دين سيقبض لا يجوز. وحيلة الجواز أن يعطي مديونه الفقير زكاته ثم يأخذها عن دينه ، ولو امتنع المديون مد يده و أخذها لكونه ظفر بجنس حقه

والله تعالىٰ أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url