নামাজ পড়া অবস্থায় ওয়াক্ত শেষ হয়ে গেলে,উক্ত নামাজ কাযা করা জরুরী কিনা?
প্রশ্ন :
নামাজ পড়া অবস্থায় ওয়াক্ত শেষ হয়ে গেলে,উক্ত নামাজ কাযা করা জরুরী কিনা?
উত্তর :
بسم اللّٰه الرحمن الرحيم
আল্লাহ তায়ালা প্রতিটি ফরজ নামাজের জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন। নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছেন।আল্লাহ তায়ালা ফরমান :
"إن الصلاه كانت على المؤمنين كتابا موقوتا"
নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ।(সূরা নিসা : ১০৩)
হাদীস শরীফে আছে, নামাজের শুরু ও শেষ সময় রয়েছে।(সূনানে তিরমিজি ১৫১)
"إن للصلاة أولا وآخرا"
তাই প্রতি ওয়াক্তে নামাজগুলো যথা সময়ে আদায় করা ফরজ। শরয়ী ওজর ব্যতীত দেরী করলে মারাত্মক কবীরা গুনাহ হবে।
নামায পড়া অবস্থায় ওয়াক্ত শেষ হলে কাযার বিধান :
ফজর :
সূর্যোদয়ের সময় নামায আদায় করা নিষেধ। এ সময় ফজরের ফরয নামায বা কোনো কাযা পড়াও সহীহ নয়। পড়লে তা আদায় হবে না। তাই পরে তা কাযা করে নিতে হবে। অনুরূপ যদি সূর্যোদয়ের পূর্বে নামায শুরু করার পর নামায পড়া অবস্থায় সূর্যোদয় শুরু হয়ে যায় তবে সেটিও হানাফী মাযহাবের অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতানুসারে সতর্কতামূলক পরবর্তীতে কাযা করে নিতে হবে।
বাদায়েউস সানায়ে ১/৩২৯; আলমাবসূত, সারাখসী ১/১৫০; খিযানাতুল আকমাল ১/১৪৪; ফাতাওয়া খানিয়া ১/৩৯; রদ্দুল মুহতার ১/৩৭৩
আসর :
সূর্যাস্তের সময়ও ঐদিনের আসরের নামায আদায় করা জায়েয আছে। তবে তা মাকরূহ। আর আসরের নামাযে থাকাবস্থায় সূর্যাস্ত হয়ে গেলেও আসরের নামায নষ্ট হয় না। এ বিষয়ে হাদিস রয়েছে। তবে এ অবস্থায় নামায আদায় হয়ে গেলেও যেহেতু তা মাকরূহে তাহরীমী হয়, তাই সূর্য হলুদ বর্ণের হওয়ার আগেই মুস্তাহাব ওয়াক্ত থাকতেই আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে।
কিতাবুল আছল ১/১৩০; আলমাবসূত, সারাখসী ১/১৫২; আলমুহীতুর রাযাবী ১/২০২; মুখতারাতুন নাওয়াযিল ১/২৪৬,২৪৮; আলজাওহারাতুন নাইয়িরা ১/৮৯; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩০৩
যোহর,মাগরিব ও এশা :
এ নামাজগুলো শেষ সময়ে পড়তে পড়তে ওয়াক্ত চলে গেলে তা কাযা হিসাবে আদায় হয়ে যাবে। পুনরায় আবার কাযা করতে হবে না।
তথ্যসূত্র : প্রাগুক্ত।
والله تعالىٰ أعلم بالصواب