এক তালাক,দুই তালাক,বায়েন তালাক বললে কয় তালাক হবে?

প্রশ্ন:

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 

মুফতি সাহেব, আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, এক তালাক, দুই তালাক, বাইন তালাক, এখন জানার বিষয় হল কয় তালাক পতিত হবে? কোরআন ও হাদিসের আলোকে জানালে উপকৃত হতাম।

উত্তর :

وعليكم السلام و رحمة اللّٰه 

بسم اللّٰه الرحمن الرحيم 

প্রশ্নোক্ত সূরতে তিন তালাক পতিত হবে।কেননা,তালাকে রজয়ীর পর তালাকে বায়েন দিলে ঐ তালাকও পতিত হয়ে থাকে।(ফাতাওয়া শামী ৪/৫৪০)

وفي الدر المختار مع الشامي(٤/ ٥٤٠)

الصريح يلحق الصريح ويلحق البائن بشرط العدة

والله تعالىٰ أعلم بالصواب



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url