কোনো মুক্তাদির অজূ ছুটে গেলে কি করণীয়?



প্রশ্ন :

কোনো মুক্তাদির অজূ ছুটে গেলে কি করণীয়?

উত্তর :

بسم اللّٰه الرحمن الرحيم 

কোনো মুক্তাদীর অনিচ্ছাকৃত অজূ ছুটে গেলে,তিনি কারও সঙ্গে কোনো কথা না বলে নামাজ ছেড়ে অজু করার জন্য চলে যাবেন।অজু করে ফিরে এসে জামাতের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং মুক্তাদি হিসেবে বাকি নামাজ আদায় করবেন।অজু করতে যাওয়ার সময় যে রাকাতগুলো ছুটে গেল,তা পরে মাসবুক হিসেবে আদায় করবেন।এক্ষেত্রে ইমাম হিসেবে যতটুকু নামাজ তিনি আদায় করে গেছেন,তা আবার আদায় করতে হবে না।এই পদ্ধতিকে আরবিতে বলে ‘বিনা’।

উল্লেখ্য যে,'বিনা' না করে পুনরায় নামাজ পড়াই উত্তম। 

হাদিসের দলীল :

عن عائشة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال : من أصابه قيء أو رعاف ، أو قلس ، أو مذي فلينصرف ، ثم ليبن على صلاته ، وهو في ذلك لا يتكلم.أخرجه ابن ماجه ١٢٢١

والله تعالىٰ أعلم بالصواب

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url