আমানত ও জামানত কাকে বলে? এ দুটির মাঝে পার্থক্য কি ?


 


আপনার প্রশ্নের শরয়ী সমাধান :

بسم اللّٰه الرحمن الرحيم 

আমানত বলা হয় কোন জিনিস কে হেফাজতের জন্য কারো নিকট রাখা ।

আর জামানত বলা হয় কোন জিনিসের দায়িত্ব নিজে নেয়া।

উভয়টার মাঝে পার্থক্য :

১ - আমানতের মালের মাঝে কোন ধরনের হস্তক্ষেপ করা যাবেনা । কেননা তা মাল হেফাজতের বিপরীত কাজ । 

আর জামানতের মালের মাঝে হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে । 

২- আমানতের মাল কোন ধরনের সীমালঙ্ঘন ছাড়া ধ্বংস হয়ে গেলে তার কোন জরিমানা আবশ্যক হয়না । 

পক্ষান্তরে জামানতের মাল যদি ধ্বংস হয় তাহলে তার উপর জরিমানা আবশ্যক হয়। 


শরয়ী দলীলসমূহ :

(١)كمال الدراية :٨/٣٨٧

الوديعة : ما يترك عند الأمين للحفظ . وهي أمانة ... فلا يضمن بالهلاك

(٢)فتاوی محمودیه :٢٦/٥٠

‏سوال:ضمان کے کيا معنی ہی؟

‏جواب:ذمہ داری ہے ۔۔۔۔ 

في الحاشية : عرف الضمان ابو البقاء فقال : عبارة عن رد مغل الهالك إن كان مثليا  أو قيمته  إن كان قيميا . قال : والضمان اعم من الكفالة . لأن من الضمان مالا يكون كفالة .

(٣) فتاوی محمودیه  :٢٦/٧٥

‏جواب:جو امانت کسے کے پاس رکھی جاۓ اس می تغير و تصرف جا ئز نہي اس لۓ کہ امانت کے تحفظ کے خلاف ہے ۔

والله تعالىٰ أعلم بالصواب


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url